[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মনির হোসেন: “যেখানেই দূর্ভোগ, সেখানেই আমরা” স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের আগস্ট থেকে যাত্রাশুরু করে অব্যবসায়িক, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন “টিচার স্টুডেন্ট এইড (TSA)”। প্রতিষ্ঠার বছরেই ২০১৭ এর ভয়াবহ বন্যাতে কুড়িগ্রামের চিলমারি ও দিনাজপুরের পুলহাটে ভিন্ন ভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় সকলের সাহায্য ও সহযোগিতায়। এরপর থেকে ভিন্ন ভিন্ন সময় শীতবস্ত্র, ঈদে নতুন পোশাক, খাদ্যসামগ্রী বিতরণ, পথশিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন, রমজানে ইয়াতিমখানায় ইফতার ও ইয়াতিমদের মধ্যে নগদ অর্থ ও পোশাক বিতরণ, বয়স্ক ব্যাক্তি ও কর্মজীবী শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, রক্তদান, কারও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা বেতন, কারওবা আবার মেয়ের বিবাহ সংক্রান্ত এমন সকল কাজে প্রত্যক্ষভাবে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সাহায্য করে আসছে টিম টিএসএ। টিম টিএসএ’র কিছু কার্যক্রম আপনারা নিচের এই লিংকে গেলেই দেখতে পাবেন
এবার দেশের উত্তরাঞ্চল আবারো বন্যায় ক্ষতিগ্রস্থ। অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে লাখো মানুষ। সবাইকে সাথে নিয়ে টিম টিএসএ আরো একবার সেই বন্যার্তদের পাশে দাড়াতে চায়। টিম টিএসএ আগামী ২৯ আগষ্ট বৃহস্পতিবার গাইবান্ধায় ত্রাণ সাহায্য বিতরণ কর্মসূচি পরিচালনা করতে যাচ্ছে। দান-দক্ষীনা যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সাহায্য করুন। টিম টিএসএ আপনাদের সাহায্য পৌছে দিবে তাদের দরজায়। কারও কাছে মনে হতে পারে আপনার এই অল্পকিছু দানে কি বা হবে! তবে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলোই বৃহৎ আকার ধারণ করবে। কারন দশের লাঠি একের বোঝা। আপনি সাহায্য পাঠাতে পারেন টিম টিএসএ তা পৌছে দিব অসহায়, সম্বলহীন মানুষের কাছে।
সাহায্য পাঠাতে পারেন এই নাম্বারগুলোতেঃ ০১৯৭৭৮৭৪৯৭৪, ০১৯৩২৭১৮৩৯১, ০১৯১৯৯৯০৯৯১ (বিকাশ)।
০১৯১১৮৭৪৯৭৪২ (রকেট)।
১১৯.১৫১.১৬৬৫২৬ ডাচ বাংলা ব্যাংক, দনিয়া শাখা।
১১৫৬১২১২৮২৪৪১৭৩ মার্কেন্টাইল ব্যাংক, ডেমরা শাখা।
মনে রাখবেন আপনার আমার ছোট ছোট দান হয়তো সম্মিলিত প্রচেষ্টায় বৃহৎ হয়ে পৌছে যাবে বানভাসী গৃহহীন, অনাহারি মানুষের দরজায়।
বিঃদ্রঃ টিম টিএসএ ২৯ আগষ্ট বৃহস্পতিবার গাইবান্ধায় ত্রাণ সাহায্য নিয়ে যাবে।এই জনকল্যাণমূলক কাজে চাইলে আপনিও যুক্ত হতে পারেন টিম টিএসএ’র সাথে।
টিচার স্টুডেন্ট এইড (টিএসএ) এর সাথে যোগাযোগের ঠিকানাঃ-
শনির আখরা, দনিয়া, ঢাকা-১২৩৬।
ফোন: ০১৯৭ টি এস এ আই ডি বা ০১৯৭২০১৯১৯৪।
মেইল:
teacherstudentaid2017@gmail.com