[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামীকাল রবিবার রাজধানী ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন এভিনিউয়ের উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।