আগামীকাল থেকে ফের টিসিবির পণ্য বিক্রি

মঙ্গলবার, অক্টোবর ৫, ২০২১,১১:২৬ অপরাহ্ণ
0
7

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আগামীকাল বুধবার থেকে ট্রেডিং কররপোরেশন অব বাংলাদেশ ফের পণ্য বিক্রি শুরু করছে। দুর্গাপূজা এবং করোনাকালীন বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ- এই চার পণ্য বিক্রি করবে টিসিবি।

আজ মঙ্গলবার বিষয়টি জানানো হয় সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর গত মাসের পণ্য বিক্রি শেষ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা এবং করোনাকালীন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে টিসিবি ভর্তুকি মূল্যে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় করবে। এ বিক্রয় কার্যক্রম ৬ অক্টোবর শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রাকসেল সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতিলিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতিকেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হবে ৩০ টাকা দরে। বর্তমানে খুচরা বাজারে তেল বিক্রি হয় প্রতি লিটার ১৫৩ টাকা, চিনি ৭৮ থেকে ৮০ টাকা, ডাল ৯০ থেকে ৯৫ টাকা ও পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি।

প্রতিজন ক্রেতা একটি ট্রাক থেকে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ থেকে ৫ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ ও ২ কেজি ডাল কিনতে পারবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে