[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আবারো চালু হচ্ছে দূরপাল্লার বাসসহ আন্তজেলা গণপরিবহন সরকার ঘোষিত লকডাউনের কারণে করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর।
আজ রবিবার (২৩ মে) সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে।
সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা বাস ছাড়ার জন্য প্রস্তুত আছি। বিআরটিএর আদেশ পেলেই বাস চালু হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই বাস চালানো হবে।’
গত ৫ এপ্রিল থেকে আন্তজেলা গণপরিবহন বন্ধ রয়েছেকরোনা সংক্রমণ রোধে।