[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সদ্য প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে সাকিব আল হাসানের উন্নতি হয়েছে। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট বোলারদের র্যাংকিংয়ে একধাপ এগিয়ে ২০তম স্থানে রয়েছেন সাকিব। টাইগার অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৬৩৩।
এদিকে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় আগের ২৩তম স্থানেই আছেন ওপেনার তামিম ইকবাল খান। তবে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ। তার চেয়ে মাত্র এক রেটিং পয়েন্টে পিছিয়ে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক ৯৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর শীর্ষে থাকা অজি ব্যাটসম্যান স্মিথের পয়েন্ট ৯৩৭।
আগামী ১৯ অক্টোবর থেকে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। এ ম্যাচের পর শীর্ষ স্থান দখল করতে পারেন টিম ইন্ডিয়া অধিনায়ক।