[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত নানা জটিলতায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের ভর্তি হয়েছেন।
সোমবার দুপুরে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন বলে জানান তাঁর ছেলে আনাস মাদানী। তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আহমদ শফীকে চেক আপ করাতে হাসপাতালে আনা হয়েছে।