আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে জয়ে ফিরেছে বার্সেলোনা

সোমবার, আগস্ট ২৬, ২০১৯,৬:২৮ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে, রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এদিকে, লিগ ওয়ানে তুলুজকে ৪-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।

এবারের মৌসুম হার দিয়ে লা লিগার শুরু করেছিলো টানা দুই বারের লিগ চ্যাম্পিয়নরা। শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বার্সেলোনা জয়ে ফেরার অদম্য ইচ্ছায়। ১৫ মিনিটে কাতালানদের হতাশ করে লিড নেয় রিয়াল বেতিস। গোল করেন নাবিল ফেকির। গোল হজম করে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে বার্সেলোনা। ৪১ মিনিটে দলকে সমতায় আনেন গ্রিজম্যান। ৯ মিনিট পর আবারো গ্রিজম্যান ম্যাজিকে নেচে ওঠে ন্যু ক্যাম্প। আনন্দের রেশ কাটতে না কাটতেই ৫৬ মিনিটে ব্যবধান ৩-১ এ নিয়ে যান পেরেজ। সতীর্থদের গোল বন্যার উৎসবে এরপর যোগ দেন জর্ডি আলবা ও আরতুরো ভিদাল। ৬০ ও ৭৭ মিনিটে আরো দুটো গোল করেন তারা। বেতিসের হয়ে লরেন ৭৯ মিনিটে একটি গোল করলেও, তা বার্সার জয়ের পথে কাটা হতে পারেনি। ৫-২ গোলের জয়ে ন্যু ক্যাম্প ছাড়ে কাতালানরা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে