অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

শনিবার, আগস্ট ৭, ২০২১,১২:৩৬ অপরাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রথমবারের মতো সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয় করায়।

দুই ম্যাচ হাতে রেখেই টাইগাররা শুক্রবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় জয়ে পাঁচ টি-২০’র সিরিজ নিশ্চিত করে।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট সবাইকে।

পর পর তিন ম্যাচে বাংলাদেশ দল যথাক্রমে ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল।

বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে