অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শনিবার, আগস্ট ৭, ২০২১,১২:২৭ অপরাহ্ণ
0
9

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয় করায়। শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টুয়েন্টিতে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ক্রিকেট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী প্রাণঢালা অভিনন্দন জানান, অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে। বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে ২৩ রানে এবং দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে