অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা আব্বাস

বুধবার, নভেম্বর ১৭, ২০২১,১০:৫০ পূর্বাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে হাসপাতালটির সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।

ডা. রফিকুল আরো বলেন, শাহজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতেই হাসপাতালে নেওয়া হয় মির্জা আব্বাসকে। সেখানে চিকিৎসকরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ।

ডা. রফিকুল জানান, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তাঁর স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসীর দোয়া চেয়েছেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে