অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে: চসিক মেয়র

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯,৬:০৭ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচলাইশ যুব সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী পাযুস মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

মেলার উদ্বোধন করেন চসিক কাউন্সিলর আলহাজ্ব কফিল উদ্দিন খান। পাঁচলাইশ যুব সংঘের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল আলম, জুলফিকার আলী হায়দার। আরো বক্তব্য রাখেন সেলিম রনি, খোরশেদ আলম চৌধুরী, মো. ওমর আলী, মো. মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম সর্দ্দার, আবদুর রহিম, হাজী মো. শাহাজাহান, শাহ আলম বিএসসি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু জাহেদ। বিজয় মেলা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে।

তিনি বলেন, অর্থনৈতিক মুক্তি ও স্বাধীন ভূখন্ডের জন্য বীরজনতা ১৯৭১ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে এ দেশকে হানাদার ও দখলদার মুক্ত করে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ২ লক্ষাদিক মা-বোনের ইজ্জত ও কোটি মানুষের ত্যাগ রয়েছে। আজ যারা মহান মুক্তিযুদ্ধকে মনে প্রানে ধারণ করতে পারে না তারা প্রকৃত অর্থে খাঁটি বাঙালি নয়। মেয়র বলেন, ১৯৭১ সনের পরাজিত শক্তি দেশকে পেছনে নেয়ার স্বপ্নে বিভোর। তারা নানা কলা-কৌশল করে দেশের স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করার অপপ্রয়াসে লিপ্ত।

আ জ ম নাছির উদ্দীন মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেম ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বর্তমান প্রজন্মকে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহবান জানান। বিজয় মেলা উপলক্ষে আবৃত্তি, কৌতুক ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে