অমিক্রন ঠেকাতে সতর্ক অবস্থানে সরকার, টিকা নিতে ঝুঁকছে কিশোর-যুবকরা

শনিবার, ডিসেম্বর ১১, ২০২১,৬:৩৯ অপরাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনায় আক্রান্ত আর মৃত্যু কম থাকলেও অমিক্রন এখনো আঘাত হানেনি। কিন্তু দেশ ৩য় ঢেউয়ের ঝুকিতে আছে।

রাজধানীতে গত ১০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, জানুয়ারি মধ্যে দেশে টিকার আসার পরিমাণ কমবেশি ১৬ কোটিতে দাঁড়াবে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও অধিদপ্তরের টিকাবিষয়ক কমিটির প্রধান অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, ‘পরিকল্পনামতো আমরা টিকা পাচ্ছি এবং নিয়মিত টিকা পেতে থাকব। টিকা পাওয়া এখন আর কোনো সমস্যা নয়।’

দেশের কিশোর-যুবকরা এখন খুবই সচেতন, টিকা নিতে তারা আগ্রহী। বর্তমানে প্রচলিত করোনাভাইরাসের টিকাগুলো অমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিতদেরকেও গুরুতর অসুস্থ হবার হাত থেকে রক্ষা করতে পারবে বলে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে