অভিনেতা মনোজ প্রামাণিককে নিয়ে প্রভার স্ট্যাটাস

সোমবার, মার্চ ২, ২০২০,৭:১৪ পূর্বাহ্ণ
0
63

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অভিনেতা মনোজ প্রামাণিক অভিনেত্রী প্রভার কাছে ছুটে গেলেন নতুন গাড়ি কিনে। এই অভিনেত্রী জানালেন এই খুশিতে কিছুটা মনোজের কাছে ঋণগ্রস্ত হয়ে গেলেন তিনি। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পাঠকের জানার জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

দের বছর আগে এই ছবিটা তোলার নিয়ত করেছিলাম
Sukur Alhamdulillah

গাড়িটায় বসে কয়বার আয়াতুল কুরশি পড়েছি নিজেও জানিনা
তারপর চিৎকার দিয়ে yesssss yessssss U did it MONOJO

মনোজো আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু, জীবনের খুব কষ্টের দিনে Manoj আমার বন্ধু হয়েছে। অনেক কষ্ট ভাগ করতাম। নিজের কষ্টের কথা বলতে বলতে কোনোদিন ওর কষ্টগুলোর কথা শুনতে চাই নাই।

সেই অভিমানে কিন্তু আজকে সবার আগে আমাকে ওর গাড়িটা না দেখালেও পারতো
অথবা আমাকে না চালাতে দিলেও পারতো।
এ স্পেশাল ফিল দিয়ে আরো ঋণী করে দিলে সে আমারে।

আমাদের প্লান ছিলোনা আজ আমাদের দেখা হবে
জানতামও না এক সুটিং হাউজে আমাদের কাজ
আল্লাহ মিলায় দিলো Sukur Alhamdulillah’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে