[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি চলমান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ৫ টি টি-২০ টি সিরিজে ইতিমধ্যে প্রথম ৩ টিতে জয়লাভ করে সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন শক্তিধর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের এ বিজয় বিশ্ব ক্রিকেটাঙ্গনে আমাদের দেশকে সম্মানিত করেছে। নেতৃবৃন্দ আরো আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেট টিম ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত রাখবে।
একই সাথে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।