[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চীনা স্মার্টফোন ব্র্যান্ড অপো নতুন সিরিজ যুক্ত করেছে তাদের পোর্টফোলিওতে । আগামী মাস থেকেই দেশের বাজারে পাওয়া যাবে ‘রেনো’ নামের ওই সিরিজের স্মার্টফোন । গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অপো ।
‘প্রিমিয়াম’ বা বিশেষ স্মার্টফোন হবে অপোর রেনো সিরিজের স্মার্টফোনগুলো । অপো এ সিরিজের স্মার্টফোনে সৃজনশীলতাকে গুরুত্ব দিয়েছে ।রেনো বাজারে আনা হবে যেসব দেশে অপো ব্র্যান্ডের উপস্থিতি আছে সেখানে । ইতিমধ্যে প্রতিষ্ঠানটি চীন ও ইউরোপের বাজারে রেনো সিরিজ উদ্বোধন করেছে ।