অন্যায়ভাবে জরিমানা করা হলে আমরা পাশে থাকব: খাদ্যমন্ত্রী

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯,৭:০৭ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রাজধানীর হোটেল ৭১-এ চলছে হোটেল-রেস্তোরাঁ-বেকারি-মিষ্টির কারখানার গ্রেড প্রদান অনুষ্ঠান। খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন। এছাড়াও খাদ্য সচিব নাজমুনারা খানুম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহানসহ অন্যরা উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে সাধন কুমার মজুমদার বলেন, কেউ মানসম্পন্নভাবে পণ্য বানাচ্ছেন এবং ভালোভাবে চালাচ্ছেন। এ অবস্থায় যদি আপনাকে অন্যায়ভাবে জরিমানা করা হয়, তবে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আপনাদের সঙ্গে আমরা থাকবো। আমাকেও আপনাদের কথা দিতে হবে। আপনারা নিজের মানবতা খরচ করেন, যদি আপনার নিজের মন ও বিবেক আপনাকে পাহাড়া দেয়, তবে খাদ্যে ভেজাল প্রতিরোধ সম্ভব। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে