[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ ১৬ই ডিসেম্বর ২০১৯( সোমবার) অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন মুগদা শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের মুগদা শাখা কর্তৃক ৯ম বারের মত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে ১৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক বিভাগে (প্লে-১ম), খ বিভাগে (২য়-৪র্থ) এবং গ বিভাগে (৫ম -৮ম) শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনটি বিভাগে অংশগ্রহণকৃত প্রতিযোগিদের চিত্রাঙ্কনের উপর ভিত্তি করে সনদ ও পুরস্কার প্রদানসহ সকল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি আজহারুল হক সেলিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুসন্ধিৎসু চক্র মুগদা শাখার সভাপতি সুরাইয়া তাসনিম ইমু, সাধারণ সম্পাদক এস.এম আলফাজ আলী নয়ন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. ফোরকান ও ডা. ফাবিহা হান্নান মনি প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শায়লা আক্তার ও শাহরিয়ার আহমেদ।
এছাড়াও অনুসন্ধিৎসু চক্রের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।