অনুরাগ

শনিবার, ডিসেম্বর ৫, ২০২০,২:৩৩ অপরাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জেবিন আক্তার

ভালবাসি তোমায়
হৃদয় দিয়ে, সর্বসত্তা দিয়ে
রেখেছি অন্তরে যতনে!

অনুরাগে, অনুভবে তুমি!
তোমায় ঘিরে আবর্তিত হয়
জগৎ আমার !

ডানা মেলে আমার স্বপ্নগুলো
তোমায় ভেবে ভেবে!
আমার মিষ্টি কষ্ট
আমার অধীর আগ্রহ
আমার ব্যাকুলতা
সবই তোমায় নিয়ে !

আমার প্রেরণা
আমার শক্তি
সবই তুমি!

তুমি আমার জ্বালানি কাঠ
তুমি আমার জীবাত্মা!
তোমার অনুষঙ্গে পেয়েছি
ভালোবাসার স্বাদ!

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে