[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
তাকিয়ে থাকি পাখিকুলের দিকে
সুবিশাল আকাশে ওরা আপনমনে
কেমন করে উড়ে বেড়ায় স্বাধীনভাবে ?
ভয় নাই, শঙ্কা নাই!
চিন্তা নাই, ভাবনা নাই!
নিজের মতো বাসা বাঁধে ডালে ডালে।
নিজস্ব শিল্পকর্ম দিয়ে!
গড়ে তোলে সংসার
সন্তান, আত্মীয় পরিজন নিয়ে !
এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়
বাধা, ভিসা, সীমানা ছাড়িয়ে।
প্রকৃতির যতরূপ অবগাহন করে আর
মিষ্টি সুরে গায় গান!
আনন্দ! আনন্দ! আনন্দ!
নেই কোন দুঃখ, বেদনার অবকাশ।