[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনার কারণে দেশের সব পর্যায়ের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আরো জানান, পিছিয়ে যেতে পারে বাংলাদেশের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর অবস্থা উন্নতি না হলে। শুধু তাই নয়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরও হুমকির মুখে পড়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট টিমের মে মাসে। কিন্তু, টাইগারদের এই সফর হুমকির মুখে করোনার করুণ প্রভাবে। জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা আছে। এর আগে বিভিন্ন দেশগুলো বিশ্বজুড়ে করোনার আতঙ্কে ঘরোয়া ক্রিকেটসহ একাধিক সিরিজ স্থগিত করেছে।