[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের এক তরুণ প্রাণঘাতী গেম ব্লু হোয়েলের মতো একটি অনলাইন গেমের বিভিন্ন ধাপ শেষ করেছিল । অবশেষে সেই গেমের শেষ ধাপ সম্পন্ন করার জন্য গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে ।
পুলিশ বলছে, নিহত ওই তরুণ ভারতের পুনের লোনিখন্ড এলাকার দিবাকর মালি। ২০ বছর বয়সী ওই তরুণ বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে রেখে যান। তাতে লেখা আছে, খাঁচায় থাকা ব্ল্যাক প্যান্থার এখন মুক্ত। তাকে আর কোনো বাধাই আটকে রাখতে পারবে না। গেম ইজ অভার।
পুলিশ বলছে, ওই তরুণ নিজেকে কালো চিতা হিসেবে উল্লেখ করেছে। অনলাইন গেম খেলায় তিনি যে আত্মহত্যা করেছেন, সেটারই ইঙ্গিত দিচ্ছে এই চিঠি ।
জানা গেছে, মারাঠি ও ইংরেজি ভাষায় লেখা চিঠিটিতে কালো আঁকা ছিল চিতাবাঘের ছবি । আর ছবির ক্যাপশনে লেখা, সূর্য আবারো উজ্জ্বলতা ছড়াবে।
লোনিখন্ড পুলিশ বলছে, ধাপে ধাপে প্ররোচিত করে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া ব্লু হোয়েলের মতো অনলাইন সুইসাইড গেমে দিবাকর আসক্ত ছিল । সে গলায় দড়ি দিয়েছে গেমে জেতার জন্য ।
দিবাকর মালির মা বলেন, সব মা-বাবার কাছে আমার আবেদন, সন্তানদের অবাধে মুঠোফোন ব্যবহার করতে দেবেন না। আমার ছেলে হারিয়েছি আমি, এভাবে যেন আর কোনো মা-বাবার বুক খালি না হয়।