অধ্যাপক মোজাফফর আহমদ এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

শনিবার, আগস্ট ২৪, ২০১৯,১২:৩৩ অপরাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক মোজাফফর আহমদ সমাজতন্ত্রের জন্য দীর্ঘকাল লড়াই করেছেন। তিনি মুক্তিযুদ্ধো চলাকালীন সরকারের উপদেষ্টাম-লীর অন্যতম সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অপরিসীম। তিনি দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে গেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে