অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার, আগস্ট ২৪, ২০১৯,৬:২১ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানালেন সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সোয়া ১১টার দিকে অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এর আগে মোজাফফর আহমদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার জানায়। অধ্যাপক মোজাফফর আহমদ গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাম প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ। গতকাল ২৩ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। মৃত্যুকালে তার ৯৭ বছর বয়স হয়েছিল। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল রাত ৭টা ৪৯ মিনিটে মোজাফফর আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বেশ কয়েকদিন আগে থেকেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে