অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি

রবিবার, জুন ২, ২০১৯,৫:১৫ অপরাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষাসৈনিক, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

আজ রবিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এক শোক বার্তায় একুশে পদক বিজয়ী মমতাজউদদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজউদদীন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কারণে । তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধাভরে শিক্ষা, নাটক ও সাহিত্য ক্ষেত্রে মমতাজউদদীনের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে শিক্ষা ও নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে