[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ল’ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রতিষ্ঠাতা ডীন, প্রগতিশীল ও মানবাধিকার চিন্তায় বিশ্বাসী, মুক্তিযোদ্ধা, অধ্যাপক ড. শাহ আলম বার্ধক্যজনিত নানা সমস্যার কারনে আজ মৃত্যুবরণ করেন। সিডও বাস্তবায়ন ও পূর্ণাঙ্গ অনুমোদনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
অধ্যাপক শাহ আলম-এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে শোকাহত। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর পরিবারের শোক সন্তপ্ত সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।