[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঈদযাত্রায় এবার যারা ট্রেনে করে বাড়ি ফিরছেন তাদের খুব একটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। কারণ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজ শনিবার সকালে দুটি ট্রেন ছাড়া বাকিগুলো ছেড়ে গেছে সিডিউল অনুযায়ী ।
ট্রেনযাত্রায় এবার কমলাপুর থেকে কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেওয়া হচ্ছে না। ফলে ভিড় হলেও কমলাপুরে কিছুটা স্বস্তি মিলছে যাত্রীদের।
দুটি ট্রেনের বিলম্বের কথা স্বীকার করে স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, এদিন চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেনগুলো সিডিউল অনুযায়ী ছেড়ে গেছে।
তবে আজ শনিবার সারাদিনে মোট ৫২টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে। সকাল সাড়ে ১০টা নাগাদ ১৮টি ট্রেন ছেড়ে গেছে। সবগুলো সময়মতো গেছে। সুন্দরবন কিছুটা বিলম্বে গেছে। নীলসাগরের সিডিউল টাইম ৮টায় থাকলেও আসতে দেরি হওয়ায় ছেড়ে যেতে সময় নিয়েছে।
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে কমলাপুরে যাত্রীদের ভিড় থাকলেও কাউকে ছাদে ভ্রমণ করতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী।
গতকাল শুক্রবার রংপুর এক্সপ্রেস সাত ঘণ্টা দেরিতে ছেড়েছিল। সেজন্য শনিবার বিকল্প ট্রেন যুক্ত করে ১০টায় ছেড়েছে কর্তৃপক্ষ। এবার রংপুর এক্সপ্রেসসহ অন্যান্য সময়সূচি ঠিক থাকবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।